আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৪তম বিশ্ব ইজতেমা।
টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় ধাপে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমার মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা।
আজ মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি দুপুর ১১টা ৪৬ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে চলে ১৬ মিনিট। মোনাজাতে দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, আখেরাত ও দুনিয়ার শান্তি কামনা করা হয়।
এ সময় দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানায় সমবেত ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা আত্মশুদ্ধি, সব বালা-মুসিবত থেকে হেফাজত ও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় মিনতি জানান।
এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে মঙ্গলবার ভোর থেকেই হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেন। ময়দানের আশপাশ সড়কগুলোতে কয়েক কিলোমিটার যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে তারা আগে-ভাগেই ময়দানে আসতে থাকেন।
এর আগে শেষ মাওলানা মাসউদ অনুসারীদের প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।
এবি/রাতদিন