রাজধানীর বারডেম জেনারেল হাসপাতাল-২ এর ১২ তলা থেকে লাফিয়ে পড়ে মো. সোহরাব (২০) হোসেন নামের এক রোগী আত্নহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
তার বাড়ি নরসিংদী জেলায়। তার বাবার নাম মতিউর রহমান।
শনিবার, ২ মার্চ বিকেলে এ ঘটনা ঘটে। বাংলা ট্রিবিউন এ খবর দিয়েছে।
বারডেম হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক জানান, ১২ তলার বাথরুমের ভেন্টিলেটর থেকে লাফিয়ে পড়ে ওই রোগী মারা যান।
রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, সোহরাবের পরিবার তাকে বিয়ে দেওয়ার উদ্যোগ নেয়, কিন্তু সে অসুস্থ ছিল। ফলে শারীরিক অক্ষমতার কারণে সপ্তাহখানেক আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত পরশু তার অস্ত্রোপচার হয়।
এইচএ/রাতদিন