শিলিগুড়ি-কাঠমান্ডু সরাসরি ভলভো বাস চালু হচ্ছে

এবার ভারতের শিলিগুড়ি থেকে নেপালের কাঠমাণ্ডু পর্যন্ত চালু হচ্ছে সরাসরি বাস সার্ভিস। আগামী ১ ফেব্রুয়ারি থেকেই শিলিগুড়ি থেকে ভারতের সরকারি বাস যাবে কাঠমাণ্ডু।

শিলিগুড়ি থেকে নেপালের রাজধানী কাঠমাণ্ডুর দূরত্ব ৪৮৫ কিলোমিটার। দীর্ঘ এই পথ যেতে সময় লাগবে প্রায় ১১ ঘণ্টা। বাসের ভাড়া যত কম রাখা যায় সেদিকেই নজর পশ্চিমবঙ্গ সরকারের।

পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ দফতরের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আপাতত ভলভো ও নন-ভলভো সরকারি বাস চালু করা হবে। প্রতিদিন একটি করে বাস শিলিগুড়ি থেকে কাঠমাণ্ডু যাবে। অন্যদিকে কাঠমাণ্ডু থেকেও প্রতিদিন একটি করে বাস শিলিগুড়ি আসবে।

পর্যটনের প্রসারের লক্ষ্যেই এই উদ্যোগ রাজ্য সরকারের। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চালু করছে এই সেবা।

রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে কাঠমাণ্ডু রুটে ভলভো বাসে ভাড়া নেওয়া হবে ১৩৯০ টাকা ও নন-ভলভো বাসের ভাড়া  হবে ১২৫০ টাকা করে।

শিলিগুড়ি থেকে কাঁকরভিটা, ভদ্রপুর হয়ে কাঠমাণ্ডু পৌঁছবে এই বাস।

এবি/রাতদিন