নতুন ধরনের এটিএম বুথ চালু হতে যাচ্ছে। এতে গোপন পিন ও এটিএমকার্ড লাগবে না। শুধুমাত্র আঙ্গুলের ছাপের মাধ্যমে সহজেই টাকা তোলা যাবে।
এটি আবিষ্কার করেছে কলকাতার একদল গবেষক দল। দলটি ‘জনতা সোলার এটিএম’ নামের এই প্রযুক্তিটি উদ্ভাবন করেছে।
সম্প্রতি এই আবিষ্কারের কথা উঠে আসে আন্তর্জাতিক সাময়িকী ইন্টারন্যাশনাল জার্নাল অব সায়েন্টিফিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ এর এক গবেষণাপত্রে। দ্রুতই ভারতে চালু হতে যাচ্ছে এ এটিএম।
এর ফলে পিন নম্বর ও এটিএম কার্ডেরও আর প্রয়োজন হবে না। এমনকি যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি বা সারা দিনে মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকে, সেখানেও এই এটিএম চালানো যাবে অনায়াসেই, শুধুমাত্র সৌরবিদ্যুৎ থাকলেই চলবে।
এ বিষয়ে গবেষক শান্তিপদ গণচৌধুরী বলেন, জনতা সোলার এটিএম যেহেতু চালানো হবে সৌরশক্তিতে, তাই বিদ্যুত্শক্তির সাশ্রয় হবে।
তা ছাড়া কোনো এলাকায় বিদ্যুৎ না পৌঁছালেও, সেখানে সৌরশক্তিতে চলা এ এটিএম সেবা পৌঁছে দেওয়া যাবে। যা হবে অত্যন্ত সাশ্রয়ী।
এনএইচ/রাতদিন