শেষ ওভারে জিতল পাকিস্তান

ম্যাচ জিততে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন দাঁড়ায় ৫ রানের। প্রথম বলে শোয়েব মালিক নিলেন ২ রান। দ্বিতীয় বলে এক রান। তবে এক্সট্রা কাভার থেকে সরাসরি থ্রো’টা ঠিক হলে নিশ্চিত রান আউট হতেন শোয়েব মালিক।

থ্রো হলো, কিন্তু সেটা স্ট্যাম্প মিস করল। তৃতীয় বলে মোহাম্মদ রিজওয়ান স্লগ সুইপ খেললেন। মিডউইকেটে ক্যাচ উঠল। সহজ সেই ক্যাচ হাতে নিয়েও রাখতে পারলেন না মোহাম্মদ মিঠুন। এরই ফাঁকে দৌড়ে দুই রান নিলেন রিজওয়ান। সেই রানেই ৫ উইকেটে পাকিস্তানের জয়।

একই মাঠে শনিবার, ২৫ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে উভয় দল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৪১/৫ (২০ ওভারে, তামিম ৩৯, মোহাম্মদ নাঈম ৪৩, মাহমুদউল্লাহ ১৯, সৌম্য ৭, মিঠুন ৫*; আফ্রিদি ১/২৩, রউফ ১/৩২ ও শাদাব ১/২৬)।

পাকিস্তান: ১৪২/৫ (১৯.৩ ওভারে, আহসান আলী ৩৬, হাফিজ ১৭, শোয়েব ৫৮*, ইফতিখার ১৬, রিজওয়ান ৫*; শফিউল ২/২৭, মুস্তাফিজুর ১/৪০, আল-আমিন ১/১৮ ও আমিনুল ১/২৮)।

ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: শোয়েব মালিক।