জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়শিপ শুরু

নড়াইলে জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নিপ শুরু হয়েছে। উদ্বোধনী দিনে বাংলাদেশ আনসার, গোপালগঞ্জ, নওগাঁ, পুলিশ, দিনাজপুর ও মাদারীপুর জেলা নিজেদের ম্যাচে জয় পেয়েছে। দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ আনসার ৬৪-২ গোলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।

ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি দিনাজপুর। দিনের পরের ম্যাচটিও প্রতিদ্বন্দ্বীতাহীন ছিল। গোপালগঞ্জ ৩০-৫ গোলে জামালপুর ক্রীড়া সংস্থাকে হারায়। স্বাগতিক নড়াইল বাংলাদেশ পুলিশেল কাছে বিশাল ব্যবধানে হারে। বাংলাদেশ পুলিশ ৪২-৯ গোলে নড়াইলকে পরাজিত করে।

দিনের একমাত্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হয়েছে দিনাজপুর ও রাঙামাটি জেলার মধ্যে। দিনাজপুর দিনের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারলেও একই দিন নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৮-১৩ গোলে রাঙামাটি জেলাকে হারায়। দিনের শেষ ম্যাচে ২৩-২ গোলে মাদারীপুর গোপালগঞ্জ জেলাকে হারিয়েছে। এবারের চ্যাম্পিয়নশিপে মাদারীপুরের হয়ে খেলছেন ডালিয়া আক্তার। গোপালগঞ্জ দুইটি ম্যাচেই হেরেছে।

এক্সিম ব্যাংকের পরিচালক লে. কর্নেল অব. সিরাজুল ইসলাম বীর প্রতীক প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার জসিমউদ্দিন, এছাড়া হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ আরো অনেকে।

রাতদিন/এইচ এম

মতামত দিন