বাংলাদেশের ‘যত কাছে সম্ভব’ যেতে চায় উইন্ডিজ

দ্বিতীয় দিনটা বেশ আশা নিয়েই শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু লিটনকে শুরুতেই ফিরিয়ে দুর্দান্ত শুরু হয়েছিল ওয়েস্ট উইন্ডিজের জন্য। মিরাজের সেঞ্চুরিতে সফরকারীদের সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথম ইনিংসে বাংলাদেশ গড়েছে ৪৩০ রানের বড় সংগ্রহ।

জবাব দিতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছিল ক্যারিবীয়রা। মুস্তাফিজ তুলে নিয়েছিলেন জন ক্যাম্পবেল ও শায়নে মোসলের উইকেট। তবে সেই হতাশা আর বাড়াননি অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও এনক্রুমাহ বোনার। ৮১ বল থেকে ৪৯ রানে ব্র্যাথওয়েট ও ৫৮ বলে ১৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন।

দ্বিতীয় দিনে শেষে সংবাদ সম্মেলনে এসে ব্র্যাথওয়েট জানালেন, তৃতীয় দিনে যতটা সম্ভব বাংলাদেশের সংগ্রহের কাছাকাছি আসতে চান তারা। আপাতত প্রথম ইনিংসে এটাই লক্ষ্য তাদের। এরপর দ্বিতীয় ইনিংসকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন ব্র্যাথওয়েট।

তিনি বলেন, ‘আমার মতে, এখনও পিচটা ব্যাটিং সহায়ক। তাই কালকের দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বোর্ডে রান তোলার জন্য আমাদের কিছু জুটি গড়তে হবে। বাংলাদেশের রানের যতটা কাছে সম্ভব যেতে হবে, এমনকি তাদের ছাড়িয়ে যেতে হবে। এরপর অবশ্যই দ্বিতীয় ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ হবে।’

এখনো পর্যন্ত ব্যাটিং উপভোগ করছেন বলেই জানান ব্র্যাথওয়েট, ‘এখনও পর্যন্ত (ব্যাটিং) উপভোগ করেছি। তবে অনেকদূর যেতে হবে। তাই আগামীকালের (শুক্রবার) চ্যালেঞ্জ মোকাবিলার দিকে তাকিয়ে আছি। আমাদের ভালো ব্যাটিং চালিয়ে নিতে হবে। নিজেদের পরিকল্পনার প্রতি আস্থা রাখতে হবে।’

নিজেদের বোলিং নিয়ে তিনি বলেন, ‘আজকের সকালটা আমরা (দুই প্রান্ত থেকে) স্পিন ও পেস দিয়ে শুরু করেছি। সকালের সময়টায় আমরা আক্রমণাত্মক হতে চেয়েছিলাম। অবশ্যই ছেলেরা দারুণ খেলেছে, অনেক বেশি ডিসিপ্লিনড ছিল। পিচে খুব বেশি টার্ন নেই। আমার মতে, আমরা যখন ডট দিয়ে চাপ বাড়িয়েছি, তখন উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা ওভারপ্রতি তিন রানের বেশি দেইনি, যেটা বেশ ভালো ছিল। আমার মতে, বাংলাদেশ দলও ভালো ব্যাটিং করেছে।’

এনএ/রাতদিন

মতামত দিন