সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অধিকতর সাহসী ভুমিকা রাখার আহবান জানিয়ে কোন প্রকার অন্যায়ের সাথে আপোষ না করতে বলেছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ ।
তিনি সোমবার, ১৬ সেপ্টেম্বর কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থায় দৈনিক মুক্তি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। একই সাথে মাদক ও নারী নির্যাতন প্রতিরোধে সংবাদ প্রকাশে আরো মনযোগী হওয়ার আহবান জানান তিনি।
কালীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবজমিনের প্রতিনিধি শেখ আবদুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান। অন্যান্যের মধ্যে ভোটমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহাদুল হক চৌধুরী ও লাখোকন্ঠের জেলা প্রতিনিধি সবুজ আলী আপন বক্তব্য দেন। দৈনিক মুক্তি’র বিশেষ প্রতিনিধি প্রশান্ত কুমার রায়ের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক নুর আলমগীর অনু।
পরে অন্যান্য অতিথিদের সাথে নিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে দৈনিক সংগ্রামের প্রতিনিধি হাসান আব্দুল মালেক, বিজয় টিভির প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বার্তা২৪ এর প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, দৈনিক মুক্তি’র নির্বাহী সম্পাদক সোহেল রানা, বার্তা সম্পাদক রনোজিৎ কুমার রায় সহ বিভিন্ন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
এসকে/রাতদিন