সহজ জয়ে ফাইনালে লাল- সবুজের মেয়েরা

হতে পারতো অনেক কিছুই। আরো অনেকগুলো গোল হতে পারতো। গ্যালারীতে উচ্ছাসে মেতে ওঠার উপলক্ষ তৈরী হতে পারতো আরও কয়েকটি। তা হয়নি। তবে কাজের কাজটা হয়েছে। বাংলাদেশের মেয়েরা বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে উঠেছে।

আন্তর্জাতিক বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপের সেমিফাইনালে ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশের লাল সবুজের মেয়েরা।

মঙ্গলবার, ৩০ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের সঙ্গে মঙ্গোলিয়ার এই সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।প্রথমার্ধের দেয়া অতিরিক্ত সময়েই প্রথম গোল পায় বাংলাদেশের মেয়েরা।

মনিকা চাকমার দূর্দান্ত এই গোলে স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

এরপর ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মর্জিয়া। ৮৫ মিনিটের মাথায় বদলি স্টাইকার তহুরা খাতুনের গোলে পরিপূর্ণ স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।

আগামী ৩ মে ফাইনাল খেলবে স্বাগতিকরা।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন লাওসের বিপক্ষে শিরোপার জন্য লড়বে বাংলাদেশের মেয়েরা।

জেএম/রাতদিন