সাড়া মিলেছে তবে শঙ্কামুক্ত নন সেতুমন্ত্রী : চিকিৎসক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা কিছুটা স্থিতিশীল অবস্থায় এসেছে বলে রোববার, ৩ মার্চ সন্ধ্যায় জানিয়েছে চিকিৎসকরা।

তারা জানিয়েছেন, ওবায়দুল কাদের অল্প অল্প সাড়া দিচ্ছেন। তবে এখনো শঙ্কামুক্ত নন। ২৪ থেকে ৭২ ঘণ্টার আগে কিছুই বলা যাবে না।

 রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী আহসান।

চিকিৎসকরা আরো জানান, রাতে ঢাকায় আসছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক। তারা আসার পর মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়ার সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখা হয়েছে। যদিও সৈয়দ আলী আহসান বলেছেন, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এ মুহূর্তে যে অবস্থায় আছে তাতে তাকে মুভ করানোও সম্ভব নয়।’

এর আগে রোববার সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ অসুস্থবোধ করলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউর ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়। সেখান থেকে জরুরি ভিত্তিতে তাকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) নেয়া হয়।

এইচএ/রাতদিন