সেতাবগঞ্জ পৌরসভার ২১ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার চলতি অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়। ধান চালের শষ্যভান্ডারখ্যাত এই উপজেলার জন্য ২১ কোটি ৩৯ লক্ষ ৪২ হাজার ৭ শত ৬৬ টাকা বাজেট ঘোষণা করা হয়।

আজ বুধবার, ২৯ জুলাই বিকেলে সেতাবগঞ্জ পৌর ভবন মিলানয়তনে এই বাজেট ঘোষণা করা হয়।

করোনা ভাইরাস প্রতিরোধে শারিরিক দুরত্ব বজায় রেখে স্থানীয় সাংবাদিকদের সামনে এটি উপস্থাপন করা হয়। এতে কোন রকম নতুন কর আরোপ করা হয়নি বলে জানানো হয়েছে।

বাজেট ঘোষনা করেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর।

এসময় উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি বরুন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সাজ্জাদুল আযম সাজ্জাদ, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোলায়মান শাহীন, মোঃ শামীম হোসেন, আশিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী ভরত চন্দ্র পাল, পৌর সচিব হরিপদ রায়, হিসাব রক্ষন কর্মকর্তা সন্ধ্যা রানী রায়সহ ওয়ার্ড কাউন্সিলরগণ।

সভায় উপস্থিত সাংবাদিকদের উন্মুক্ত আলোচনায় অংশ নেন। এসময় পৌরসভার উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেএম/রাতদিন