সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট বাড়াচ্ছে নভোএয়ার

ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ফ্লাইট সংখ্যা বাড়াতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। বর্তমানে ওই রুটে প্রতিদিন ৪টি করে ফ্লাইট পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

আগস্ট থেকে সৈয়দপুর-ঢাকা রুটে একটি ফ্লাইট বাড়িয়ে প্রতিদিন ৫টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা ১০টা, বিকেল ৪টা এবং সন্ধ্যা ৬টায় সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যায়। একইভাবে সৈয়দপুর থেকে প্রতিদিন সকাল ৯টা বেলা ১১টা, বিকেল সাড়ে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

নতুন ফ্লাইটটি দুপুর ১টায় সৈয়দপুরের উদ্দেশে এবং দুপুর আড়াইটায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

ছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন চট্টগ্রাম রুটে ৫টি, কক্সবাজার রুটে ৫টি, যশোর রুটে ৫টি, সিলেট রুটে ২টি, বরিশাল, রাজশাহী এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ার বর্তমানে একমুখী যাত্রায় চট্টগ্রাম রুটে সর্বনিম্ন ২৫০০ টাকা, কক্সবাজার ৩৯০০ টাকা, সৈয়দপুর ২৭০০ টাকা, যশোর ২৭০০ টাকা, সিলেট ২৭০০ টাকা, বরিশাল ২৭০০ টাকা, রাজশাহী ২৭০০ টাকা এবং কলকাতা রুটে (দ্বিমুখী) ১১ হাজার ৩০০ টাকায় যাত্রী পরিবহন করছে।

এইচএ/রাতদিন