অভিযোগ দায়েরের ১৩ দিন পেরিয়েছে, মামলা নথিভূক্ত করেনি হাতীবান্ধা থানা

লালমনিরহাটের হাতীবান্ধায় পূর্বশত্রুতার জেরে বসত-ঘর ভাংচুরের পর দুই ভাই-বোনকে বেধড়ক পিটিয়ে জখম করার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গত ১ জুন। অভিযোগ দায়েরের ১৩ দিন পার হলেও মামলাটি অদ্যাবধি নথিভূক্ত করেনি হাতীবান্ধা থানা পুলিশ। এমন অভিযোগ করেছেন আহতের বাবা লুৎফর রহমান।

জানা গেছে, গত ১ জুন সকালে উপজেলার পূর্ব-বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওইদিন রাতে আহতর বাবা লুৎফর রহমান বাদি হয়ে ১৫ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ ঘটনায় অভিযোগ দেয়ার ১৩ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মামলাটি নথিভুক্ত করেনি পুলিশ।

অভিযুক্তরা হলেন, উপজেলার পশ্চিম নওদাবাস এলাকার জামিয়ার রহমানের ছেলে আকিবুল (২৫), খয়রুজ্জামানের ছেলে শাহিন (২২), মৃত আজিজারের ছেলে খতিব (৫৫), আতিয়ার রহমানের ছেলে, খয়রুজ্জামান (৫০), আশরাফুল (৩৩), জিয়ারুলসহ (৩৪) আরও নয়জন।

আহতরা হলেন, উপজেলার পূর্ব-বেজগ্রামের লুৎফর রহমানের মেয়ে পারুল (২০) ও ছেলে আনিছার (১৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পূর্ব শত্রুতার জেরে গত ১ জনু সকালে উপজেলার পূর্ব-বেজগ্রামের লুৎফর রহমানের বাড়িতে হামলা চালিয়ে বসত-ঘর ভাংচুর করে। এ সময় বাড়িতে থাকা মেয়ে পারুলের শ্লীলতাহানীর চেষ্টা করে ও তাকে বেধড়ক মারধর করে।

পারুলকে বাঁচাতে বাড়িতে থাকা তার ছোট ভাই আনিছার এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। পরে তাদের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করান।

এ বিষয়ে অভিযুক্ত আকিবুল ইসলাম জানান, তাদের সাথে আমাদের কোন শত্রুতা নেই। ওনারা যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ন মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন। এটা তাদেরই সাজানো। আমরা কোন মারধর করিনি।

এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, আমি এ বিষয়ে খোঁজ খবর নিয়ে জানাচ্ছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আফাওয়াজুলের ফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।

আইআর/রাতদিন