লালমনিরহাট-৩ আসন থেকে নির্বাচিত জিএম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপ-নেতার পদ থেকে সরিয়ে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লালমনিরহাট জেলা জাতীয় পার্টি।
এ কর্মসূচিতে থেকে তাঁকে অবিলম্বে পূর্ণবহালের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দিয়েছেন দলটির স্থানীয় নেতার।
শনিবার, ২৩ মার্চ রাতে শহরের আলোরুপা মোড়ের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে জাপা নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাপার সহ-সভাপতি এসকে খাজা মঈনুদ্দিন, কার্যকরী সদস্য সেকেন্দার আলী, সদর উপজেলা জাপার সদস্য সচিব বিপ্লব রহমান, পৌর জাপার সাধারণ সম্পাদক জাহিদ হাসান ডাবলু প্রমুখ।
বক্তারা বলেন, লালমনিরহাট থেকে রাজনীতিতে প্রবেশ করেন জিএম কাদের। তিনি এখানকার মাটি ও মানুষের নেতা । তাই তাঁকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করবে না লালমনিরহাট জাপা।
এবি/রাতদিন