রংপুরের বদরগঞ্জে মাহবুবা আক্তার মেরি নামে এক শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি রাত আটটার দিকে উপজেলার জেলার বিষ্ণুপুর ইউনিয়নের বুজরুক হাজিপুর (গাছুয়াপাড়া) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মেরি রামনাথপুর বি ইউ দাখিল মাদরাসার সুপারিটেনডেন্ট মেনহাজুল হকের মেয়ে। ওয়ারেসিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল।
জানা যায়, আজ বিকেলে নিজ ঘরে মেরি গলাকাটা অবস্থায় ছটফট করছিল। ঘটনাটি দেখে মেরির মা নুরনাহার চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসে।
তার মা নুরনাহার বলেন, ‘শোবার ঘরে মেয়ের চিৎকার শুনে গিয়ে দেখি গলা দিয়ে রক্ত ঝরছে। কিছুক্ষণ পর মেয়েটা নিস্তেজ হয়ে যায়। আমার মেয়ের মৃগী রোগের কারণে ছোট বেলা থেকে অসুস্থ। এ কারণে সে আত্মহত্যা করতে পারে’।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, গলাকাটার বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে।
এইচএ/রাতদিন