বাড়ীর ওপর বিদ্যুৎ! আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মানশ্রমিকের মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নির্মানকাজের সময় বাড়ীর ওপর দিয়ে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

আজ রোববার, ৩০ অক্টোবর দুপুরে উপজেলার মহিষখোচা ইউনিয়নের আয়নারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ওই নির্মাণ শ্রমিরের নাম রেয়াজুল হক। তিনি ওই ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রক্ষ্মত্তর গ্রামের আজগার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মত আজও সকালে পাশের গ্রামের আয়নারপুল এলাকার দবিয়ার রহমানের বাড়ি নির্মাণ কাজে যোগ দেন রেয়াজুল হক। নির্মাণাধীন ওই বাড়ির ওপর দিয়ে বৈদ্যুতিক লাইন ছিল। কাজের এক পর্যায়ে ওই লাইনের বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন রেয়াজুল হক।

পরে, সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার পর থেকে নির্মানাধীন ওই বাড়ির মালিক দবিয়ার রহমান সপরিবারে পলাতক রয়েছেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএ/রাতদিন