বেরোবি শিক্ষার্থীদের ‘প্রাণের দাবি’ না মানলে আন্দোলন

ক্যাম্পাসে উপাচার্যের সার্বক্ষণিক অবস্থান, ছাত্র সংসদ নির্বাচনসহ ১৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার, ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ‘সাধারণ শিক্ষার্থী পরিষদ’ এই সংবাদ সম্মেলন করেছে।

লিখিত বক্তব্যে রোকন-উজ-জামান রবিউল বলেন, ‘দ্রুত বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন আয়োজন করতে হবে। কারণ ছাত্রসংসদ না থাকার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসক গত এক দশকে শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্রসংসদ ফি আদায় করেছেন। ছাত্রসংসদ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ন্যায্য দাবি দাওয়া আদায় করা কষ্টকর হয়ে দাড়িয়েছে।’

সংবাদ সম্মেলনে তুলে ধরা অন্যান্য দাবিগুলো হচ্ছে, শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া, একাডেমিক ভবন নির্মাণ করে ক্লাসরুম সংকট নিরসন ও বিভিন্ন বিভাগের প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করা। ক্যাম্পাসে বঙ্গবন্ধু ও বেগম রোকেয়ার প্রতিকৃতি স্থাপন, আবাসিক সংকট নিরসনে  নতুন হল নির্মাণ ও ফি কমানো, হলের খাবারে ভর্তুকি দেয়া, ভর্তি ফরম পূরণ ও সনদ-নম্বরপত্র উত্তোলনের ফি কমানো। ড. ওয়াজেদ রিসার্স ইনস্টিটিউট, শেখ হাসিনা হল, স¦াধীনতা স্মারক ও  কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে।

সাধারণ শিক্ষার্থী পরিষদের আহবায়ক রোকন-উজ-জামান রবিউল বলেন, ‘আমরা যে দাবিগুলো করছি, সেগুলো বেরোবি শিক্ষার্থীদের প্রাণের দাবি। বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুত এই যৌক্তিক দাবিগুলো মেনে নিবেন। অন্যথায় আমাদেরকে আন্দোলনে নামতে হবে।’

এইচএ/রাতদিন