দ্বিতীয় ধাপে আগামী ১৮ মার্চ ভোট গ্রহণ হবে দেশের ১২৯ উপজেলায়। এসব উপজেলায় আওয়ামীলীগের প্রার্থী চুড়ান্ত হয়েছে। আজ রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। ু
দেখে নিন রংপুর বিভাগে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলাগুলোতে কারা মনোনয়ন পাচ্ছেন।
ঠাকুরগাঁও জেলা :
সদর উপজেলা : অরুণাংশু দত্ত টিটো
রানীশংকৈল : সাইদুল হক
হরিপুর : জিয়াউল হাসান
বালিয়াডাঙ্গী : আহসান হাবীব বুলবুল
পীরগঞ্জ : আখতারুল ইসলাম।
রংপুর জেলা :
পীরগাছা : আবদুল্লাহ আল মাহমুদ মিলন
তারাগঞ্জ : আনিছুর রহমান
বদরগঞ্জ : ফজলে রাব্বি
পীরগঞ্জ : নূর মোহাম্মদ মণ্ডল
গঙ্গাচড়া : রুহুল আমিন
কাউনিয়া : আনোয়ারুল ইসলাম
গাইবান্ধা জেলা :
সদর উপজেলা : শাহ সরোয়ার কবির
সাদুল্লাপুর : শাহরিয়া খান
গোবিন্দগঞ্জ : আবদুল লতিফ প্রধান
ফুলছড়ি : জিএম সেলিম পারভেজ
সাঘাটা : এমএম সামশীল আরেফিন
পলাশবাড়ী : একে মোকছেদ চৌধুরী
দিনাজপুর জেলা :
সদর উপজেলা : ইমদাদ সরকার
চিরিরবন্দর : আহসানুল হক
ফুলবাড়ী : আতাউর রহমান মিল্টন
বিরামপুর : পারভেজ কবির
হাকিমপুর : হারুন-অর-রশিদ
বীরগঞ্জ : আমিনুল ইসলাম
নবাবগঞ্জ : আতাউর রহমান
পার্বতীপুর : হাফিজুল ইসলাম প্রামানিক
খানসামায় : শফিউল আযম চৌধুরী
ঘোড়াঘাট : আবদুর রাফে খন্দকার।
কাহারোল : একেএম ফারুক
বিরল : একেএম মোস্তাফিজুর রহমান
বোচাগঞ্জ : আফছার আলী