বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘ফণি’। এর প্রভাবে আজ রোববার, ২৮ এপ্রিল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। অনেক জায়গায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ সিলেট ও ময়মনসিংহ এবং ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। কুমিল্লা, নোয়াখালী, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে কালবৈশাখী ও বজ্রবৃষ্টি হতে পারে। বেশ কয়েকটি স্থানে শিলাবৃষ্টিও হতে পারে।
ঘূর্ণিঝড়টি এখনো দুর্বল অবস্থায় আছে। বাংলাদেশ থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার বেগে এটি ভারতের অন্ধ্র প্রদেশের দিকে এগোচ্ছে। আজ রোববারের মধ্যে ঝড়টি বর্তমান অবস্থা থেকে কিছুটা সরে গিয়ে ভারতের ওডিশা প্রদেশের দিকে যাবে। পরে আবার বাংলাদেশ ও মিয়ানমার উপকূলের দিকে এগোতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ এখনো খুব বেশি নয়। অনেক দূরে অবস্থান করলেও এর বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা বেশি। আর যদি বাংলাদেশের দিকে আসে তাহলে শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। আজ রোববারের মধ্যে এর গতিমুখ স্পষ্ট হবে বলে জানান তিনি।
এইচএ/রাতদিন