নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয়ে রংপুরে জনতা ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন

‘গত বছর জনতা ব্যাংক রংপু র এরিয়া সকল ব্যাংকিং সূচকে ভালো করেছে। এবারে আরও ভালো করতে হবে, নিজের সাথে নিজের প্রতিযোগিতায় জয়ী হতে হবে- বলছিলেন জনতা ব্যাংকের বিভাগীয় মহাব্যবস্থাপক মো: সাখাওয়াত হোসেন। জনতা ব্যাংক রংপুর এরিয়া আয়োজিত ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শনিবার, ২৭ এপ্রিল ব্যাংকের এরিয়া কনফারেন্স রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

জনতা ব্যাংক রংপুর এরিয়ার ডিজিএম মোহা: মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ, এজিএম, রংপুর এরিয়া। এছাড়াও ছিলেন সাইফুল ইসলাম চৌধুরী, এজিএম এবং রংপুর কর্পোরেট শাখার ব্যবস্থাপক আমিরুল ইসলাম, এজিএম।

বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান

বিজনেস সেশনের শুরুতে প্রধান অতিথি মো. সাখাওয়াত হোসেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুছ ছালাম আজাদের দিক নির্দেশনাগুলো উল্লেখ করে তা মেনে চলতে সকলের প্রতি আহ্বান জানান।

পরে তিনি আলাদা আলাদাভাবে রংপুর এরিয়ার ২২ শাখার ব্যবসায়িক সূচকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

শেষে গত বছরের অর্জনের উপর ভিত্তি করে রংপুরে লালবাগ, গংগাচড়া ও কাউনিয়া এবং নীলফামারীর চিলাহাটি শাখাকে ‘বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

এবি/রাতদিন