বাউরায় স্বল্প সুদে জনতা ব্যাংকের ‘মুজিব বর্ষ স্মারক ঋণ’ পেল শিক্ষিত বেকাররা

মুজিব বর্ষ উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে ‘মুজিব বর্ষ স্মারক ঋণ’ দিয়েছে জনতা ব্যাংক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক বিশেষ এ ঋণ চালু করেছে।

আজ সোমবার, ২৭ ডিসেম্বর দুপুরে জনতা ব্যাংক লিমিটেড বাউরা শাখা কার্যালয়ে এ ঋণ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির কুড়িগ্রাম এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এরিয়া ইনচার্জ)  এ কে এম সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)  সুশান্ত কুমার রায়। জনতা ব্যাংক লিমিটেডের বাউরা শাখার ব্যবস্থাপক মোঃ সায়েদুর রহমান ও  ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ঋণ গ্রহীতা হিসেবে উপস্থিত থেকে ঋণের টাকা গ্রহণ করেন বাউরা ইউনিয়নের বাসিন্দা মুন্নুজান আক্তার, আকলিমা খাতুন, মিতালী ঘোষ, বাধন কুমার সাহা, সেকেন্দার আলী , মহাদেব চন্দ্র সাহা প্রমুখ।

জনতা ব্যাংক লিমিটেড বাউরা শাখার ব্যবস্থাপক মোঃ সায়েদুর রহমান  জানান, দেশে ক্ষুদ্র উদ্যোক্তা, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ‘ মুজিব বর্ষ স্বারক ঋণ’  কর্মসূচি  চালু করা হয়েছে।

সহকারী মহাব্যবস্থাপক (এরিয়া ইনচার্জ)  এ কে এম সামছুল আলম জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংক এই ঋণ চালু করেছে। ঋণ গ্রহীতারা ঋণ নিয়ে ব্যবসা, কৃষি চাষাবাদ, মাছ, মুরগী, গরু ছাগলের খামার করতে পারবে। এর মাধ্যমে শিক্ষিত ছেলে-মেয়েদের বেকারত্ব দূর হবে।

জেএম/রাতদিন