সৈয়দপুরের ৫ ইউনিয়নের ৩টিই বিদ্রোহীদের দখলে, জাকের পার্টি ১

নীলফামারীর  সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান পদের একটিতে আওয়ামী লীগ, তিনটিতে আওয়ামী লীগের  বিদ্রোহী এবং একটিতে জাকের পার্টির মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

রোববার, ২৬ ডিসেম্বর চতুর্থ দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আনোয়ার হোসেন সরকার পাঁচ হাজার ১৯০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।  তাঁর নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ জিকো আহমেদ পেয়েছেন চার হাজার ৮৯২ ভোট।
দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাকের পার্টির মনোনীত প্রার্থী মোঃ লানচু হাসান চৌধুরী।  তিনি পেয়েছেন ছয় হাজার ৩৫৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুজ্জামান বাদশা পেয়েছেন পাঁচ হাজার ৮১১ ভোট।
তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নে আওয়ামী লীগ  মনোনীত প্রার্থী ডাঃ মোঃ শাহাজাদা সরকার পাঁচ হাজার ৮৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  তাঁর  নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী  মোঃ সাইদুল হক বাবলু পেয়েছেন তিন হাজার ৮৪৪ ভোট।
উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ মনিরুজ্জামান জুন পাঁচ হাজার ৫২৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ রওশন হাবিব চৌধুরী পেয়েছেন পাঁচ হাজার ৪৪৯ ভোট।
উপজেলার পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ মাসুদ রানা বাবু (পাইলট) সাত হাজার ৪০৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  তাঁ নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ জুয়েল চৌধুরী পেয়েছেন ছয় হাজার ৯৭৮ ভোট।