রংপুরে ‘অন-গ্রিডের’ শতভাগ গ্রাম আলোকিত, ১১৮ চরে বিদ্যুৎ যাচ্ছে সাবমেরিন ক্যাবলে

রংপুর বিভাগের অন-গ্রিড এলাকায় শতভাগ গ্রাম বিদ্যুতায়নের আওতায় এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) কর্মকর্তারা। তারা জানান, গত বছরের ৩১ জুলাইয়ের মধ্যে বিভাগের অন-গ্রিড অঞ্চলে নির্ধারিত লক্ষ্যমাত্রার আওতায় ৫৫ টি উপজেলার ৫১৪টি ইউনিয়নের ৯ হাজার ২৮৯ টি গ্রামকে শতভাগ বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্কের আওতায় আনা হয়।

বিআরইবির রংপুর জোনাল অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ বি মাহমুদ হোসেন জানান, আগামী মার্চ মাসের মধ্যে অফ-গ্রিড এলাকায় দ্বিতীয় দফায় নতুন করে নির্বাচিত ১১৮টি প্রত্যন্ত চরাঞ্চলের গ্রামকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনতে কাজ শুরু হয়েছে। অফ-গ্রিড এলাকায় বিভিন্ন নদ-নদী দ্বারা মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন এই ১১৮ টি দূর্গম চরঞ্চল কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় অবস্থিত।

এসব চরগ্রাম বিদ্যুৎ সরবরাহের আওতায় আনার লক্ষ্যে ইতোমধ্যেই মোট এক হাজার ১৮৪ কিলোমিটারের মধ্যে প্রায় ৩৫০ কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মিত হয়েছে। অবশিষ্ট বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে।

জানা গেছে, মূল ভূ-খন্ডের অন-গ্রিড অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্কের সাথে অফ-গ্রিড চরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বিভিন্ন নদ-নদীর তলদেশে সাবমেরিন ক্যাবল স্থাপনের প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে।

প্রক্রিয়াটি অচিরেই সম্পন্ন হলে অন-গ্রিড অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্কের সাথে অফ-গ্রিড চরাঞ্চলের বিদ্যুৎ লাইনগুলিকে সংযুক্ত করা হবে। এতে করে দূর্গম চরাঞ্চলের সকল মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আওতায় আসবেন।

চরাঞ্চলের অবশিষ্ট গ্রামগুলোকে বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্কের আওতায় এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের মধ্যে অন্যতম ‘সকলের জন্য বিদ্যুৎ’ উদ্যোগটিকে মুজিব বর্ষে সম্পূর্ণরূপে সফল করার জন্য রংপুর জোনের বিআরইবি’র আটটি পল্লী বিদ্যুৎ সমিতি নিরলসভাবে কাজ করছে।

এইচএ/রাতদিন

মতামত দিন