জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট রংপুর জেলা শাখা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। ২০১৩ ও ২০১৪ সালে জাতীয়করণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষকদের গত ১২ আগস্ট ইস্যুকৃত পত্রের মাধমে টাইমস্কেলসহ অন্যান্য আর্থিক সুবিধা ফেরৎ চাওয়ার প্রতিবাদে এবং ওই চিঠি প্রত্যারের দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়।
আজ রোববার, ২৩ আগস্ট রোববার দুপুরে রংপুরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
এর আগে রংপুর জেলা শিক্ষা অফিসের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রাথমিক শিক্ষক মহাজোট রংপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক ওযাহেদুল ইসলাম বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ও জয়নাল আবেদীন।
সেখানে আরও বক্তব্য রাখেন রংপুর জেলা শাখার সদস্য সচিব আবু শামীম. শিক্ষক সহিদুর রহমান, জাহেদুল ইসলাম, আজিজার রহমান মিল্টন, আখতারুল ইসলাম, ছামসুল আলম, আব্দুল হাই, আবজুল মজিদ প্রমুখ।
বক্তারা, দ্রæত জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহŸান জানিয়েছেন।
এইচএ/রাতদিন