রংপুরে আদিবাসীরা বিনামূল্যে পেল চক্ষুসেবা

রংপুরে ১২০ জন আদিবাসী জনগোষ্ঠীকে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। ইউকেএইড’র অর্থায়নে সাইটমেকারস’র সহযোগিতায় কমিউনিটি চক্ষু হাসপাতাল, আদিবাসী উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ মহিলা পরিষদ চক্ষু চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করে।

আজ রোববার, ২৩ আগস্ট দুপুরে নগরীর কুটিরপাড়া প্রাইমারি স্কুল মাঠে এই সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে এই সেবা কার্যক্রমের আওতায় অবহেলিত সকল জনগোষ্ঠীকে সেবা দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

চক্ষু শিবির ক্যাম্পে আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন বয়সী ১২০ জন নারী-পুরুষ চিকিৎসা গ্রহণ করেন।

এসময় বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুম্মানা জামান, ইনক্লুশন অফিসার মো. আব্দুল করিম, প্রোগ্রাম অর্গানাইজার এরশাদ আলম ও তরিকুল ইসলাম, আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি প্রভুচরণ মিন, সাধারণ সম্পাদক ভুপেন্দ্র নাথ পাহান, সহ-সভাপতি গোবিন্দ পাহান, কোষাধ্যক্ষ পানচু পাহান, মহিলা বিষয়ক সম্পাদক পুতুল রুজুর, ও সাংগঠনিক সম্পাদক সুরেন ধানেয়িয়া ওঁরাও উপস্থিত ছিলেন।

এইচএ/রাতদিন