লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর সেবা নিতে আসা মানুষের মধ্যে লিফলেট দিয়ে প্রচারণা চালায় স্থানীয় বেসরকারি বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালের কর্তৃপক্ষ। এছাড়া উন্নতমানের চিকিৎসা সেবা ও পরীক্ষা -নিরীক্ষার কথা বলে সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দালালের মাধ্যমে রোগীদের ভাগিয়ে নেয়ার অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ।
বিষয়টি নিয়ে ২৮ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতদিন নিউজে ‘পাটগ্রাম সরকারী হাসপাতালে চিকিৎসা না নিতে লিফলেট দিয়ে প্রচারণা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
সংবাদটি পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম সাইফুল ইসলামের দৃষ্টি গোচর হয়। পরে তিনি আমাদের পাটগ্রাম উপজেলা প্রতিনিধি মামুন হোসেন সরকারের মুঠোফোনে জানান, বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতাল কর্তৃপক্ষ ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ২ শত লোকের ব্লাড সুগার পরীক্ষা করতে হাসপাতালের হলরুম ব্যবহারের অনুমিত চায়। উদ্যোগটি ভালো হওয়ায় অনুমতি দেওয়া হয়।
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর জন্মদিনের সুযোগের অনুমতি কাজে লাগিয়ে তাঁদের বেসরকারি হাসপাতালের লিফলেট সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনদের মধ্যে বিতরণ করে। যা কোনোভাবেই ঠিক হয়নি, বিষয়টি দুঃখজনক।
তিনি বলেন, ‘আমরা বিষয়টি জেনে ওই হাসপাতালের কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে ৩ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলেছি। যদি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব।’
প্রসংগত, গত মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর দুপুরে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের বে-সরকারি প্রতিষ্ঠান বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালের ৪ জন কর্মী ডায়াবেটিস পরিক্ষার নামে ওই প্রতিষ্ঠানের লিফলেট হাতে ধরিয়ে দিচ্ছেন। বে-সরকারি হাসপাতালের লিফলেট হাতে নিয়ে একাধিক নারী-পুরুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হচ্ছে।
এ সময় চিকিৎসাসেবা নিতে আসা কয়েজন নারী-পুরুষ জানান, ‘উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কয়েকজন নারী বে-সরকারি বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালের লিফলেট হাতে ধরিয়ে দিচ্ছে তারা। সেইসাথে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য বাউরা ডলি বেলায়েত রোটারী হাসপাতালে যেতে বলছিলেন লিফলেট বিতরণকারীরা।
জেএম/রাতদিন