লালমনিরহাটে বছরের প্রথম টর্নেডোর আঘাত, আহত১০

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় টর্নেডোর আঘাতে অর্ধশত ঘরবাড়ি, দোকানপাট লন্ডভন্ড হয়েছে। এতে আহত হয়েছেন প্রায় ১০ জন। চলতি বছরে এটিই জেলায় প্রথম টর্নেডোর আঘাত।

শনিবার, ০৭ মার্চ রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বাদিয়া চওড়া গ্রাম এলাকায় আঘাত হানে এই টর্নেডো।

টনের্ডোর আঘাতে ওই এলাকার অধিকাংশ ঝুপড়ি ঘর, টিনশেড ঘর, সেমিপাকা ভবন, বাড়ির ঘেরা-বেড়া, দোকানপাট, গাইড ওয়াল, বিদ্যুৎতের খুঁটি, গাছপালা ভেঙে পড়ে লন্ডভন্ড হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ মানুষরা খোলা আকাশের রাত্রি যাপন করেছেন। শিক্ষার্থীদের বই খাতাসহ অন্যান্য শিক্ষাসামগ্রী ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পরপরই হঠাৎ আকাশে ঘন মেঘ দেখা দেয়। এর কিছুক্ষণ পরেই বৃষ্টি সহ প্রবল বাতাস নিয়ে আঘাত হানে টর্ণেডো। মূহুর্তে বাদিয়া চওড়া গ্রামের অর্ধশত বসতবাড়ি, গাছপালা ও সবজি বাগান লন্ডভন্ড হয়ে যায়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মনসুর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের পুনবাসনে সহায়তার আশ্বাস দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনসুর উদ্দিন রাতদিননিউজকে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

এনএ/রাতদিন