শুক্রবারেই নতুন ৬ দেশে করোনাভাইরাস, আক্রান্তের শীর্ষে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় নতুন করে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯৪ জন। এখন পর্যন্ত দেশটিতে এটিই একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা।

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি এরা আক্রান্ত হন। এদিনই ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার ছয়টি দেশে প্রথমবারের মতো এর সংক্রমণ ধরা পড়ে।

কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) এর তথ্য অনুসারে, এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৯১ এ উন্নীত হয়েছে।

এরই মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন।

চীনের বাইরে এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়াতেই সর্বোচ্চ সংখ্যক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে, এখন পর্যন্ত ৫০টির বেশি দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীন থেকে শুরু হলেও নতুন নতুন দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে।

কেবল শুক্রবারই ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার ছয়টি দেশে প্রথমবারের মত এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। বিশ্বজুড়ে প্রায় ৮৪ হাজার মনুষকে আক্রান্ত করা নভেল করোনাভাইরাস মৃত্যু ঘটিয়েছে ২ হাজার ৮৭২ জনের।

জেএম/রাতদিন