সচেতনতামূলক বার্তা নিয়ে মসজিদে মসজিদে পুলিশ

শুক্রবার, ১ ফেব্রুয়ারি। পত্নীচড়া জামে মসজিদ। রংপুরে পীরগঞ্জ উপজেলা সদর থেকে দূরত্ব আট কিলোমিটার।

জুম্মার নামাজের আগেই সেখানে হাজির পীরগঞ্জ থানার এসআই মাইদুল ইসলাম। ইমামের কাছে অনুমতি চেয়ে নেন বাংলা খুৎবার পর মুসুল্লিদের উদ্দেশ্যে কিছু কথা বলার।

অনুমতি পেয়ে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন মসজিদে উপস্থিত সকলের উদ্দেশ্যে।

বক্তব্যের বিষয়বস্তু ছিল বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন, মাদক ও জঙ্গীবাদসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে মুসুল্লিদের করণীয় ভূমিকা সর্ম্পকে।

পরে এসআই মাইদুল ইসলাম রাতদিন.নিউজকে বলেন, ‘পত্নীচড়া জামে মসজিদে মুসল্লিদের মাঝে বিভিন্ন অপরাধের কূফল নিয়ে বক্তব্য দেয়ার পর মানুষের মাঝে ইতিবাচক মনোভাব লক্ষ্য করেছি’।

শুধ তিনিই নন। ‘পুলিশ সেবা সপ্তাহ’র অংশ হিসেবে পীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপজেলার ২০টি মসজিদে সচেতনতামূলক বক্তব্য রাখেন জুম্মার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের উদ্দেশ্যে।

পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য গত ২৭ জানুয়ারি পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ সেবা সপ্তাহের উদ্বোধন করেন।

এসকে/০১.০2.২০১৯