জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো- চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বর্তমান সরকারের কিছু উন্নয়ন মূলক কর্মকান্ড রয়েছে , এর মধ্যে শিক্ষা অবকাঠামোর উন্নয়ন প্রশংসার দাবিদার।
তিনি বলেন, ‘শিক্ষা অর্জন করে আমাদের ছেলে-মেয়েরা আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই তাদেরকে শিখন কার্য ভালোভাবে সস্পাদন করার জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ গড়ে দিতে হবে। মনে রাখতে হবে এই শিক্ষার্থীরাই দেশ গঠনে এগিয়ে আসবে।’
রংপুর নগরীর কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনে এসে আজ সোমবার, ৩০ এপ্রিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও জেলা জার্তীয় পার্টর যুগ্ন সাধারণ সম্পাদক হাজী আঃ রাজ্জাক প্রমুখ।
এবি/রাতদিন