অবৈধ অনুপ্রবেশের দায়ে হাতীবান্ধায় ভারতীয় নাগরিক আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে লালমনিরহাটের হাতীবান্ধায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রহিম মিয়া নামের ২৮ বছরের ওই যুবক দীর্ঘ দিন থেকে গরু পাচারের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

আজ বুধবার, ০৯ ফেব্রুয়ারি সকালে তাকে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি সন্ধায় উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে জাওরানী বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।

আটক রহিম ভারতের কোচবিহার জেলার শীতলকুচি থানার বাসিন্দা। ওই থানার গিজালদা গ্রামের সুখ লাল মিয়ার ছেলে তিনি।

আটকের সময় তার কাজ থেকে ১৫শ’ ভারতীয় রুপী উদ্ধার করা হয়।

জাওরানী বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার জহুল ইসলাম জানান, আটক রহিম সীমান্তের ৯০৯ নং মেইন পিলারের কাছাকাছি এলাকা দিয়ে ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় প্রবেশ করলে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গরু ব্যবসার বিষয়ে আলোচনার জন্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কথা স্বাকীর করেছেন। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল ইসলাম জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে তার নামে একটি মামলা হয়েছে।

জেএম/রাতদিন