অসহায় মানুষের জন্য বীমার চিন্তা করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

বর্তমান বিশ্বে বীমা খাত একটি বিশাল অর্থনৈতিক খাত হিসেবে প্রতিষ্ঠিত। বাংলাদেশে এ খাতের অপার সম্ভাবনা রয়েছে। বীমা খাতের ভাবমূর্তি  বজায় রেখে এ খাতকে আরো ঢেলে সাজিয়ে জাতীয় অর্থনীতিতে অবদান বাড়ানোর জন্য  সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

শনিবার,২৭ জুলাই রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে জীবন বীমা কর্পোরেশনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্ধকার থেকে জাতিকে আলোর মাঝে নিয়ে এসেছেন। জনগণ সামনের দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্বে দেখতে চায়।

মন্ত্রী বলেন, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় নাগরিকদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা দিচ্ছে। সরকার এসব কর্মসুচির  পাশাপাশি অসহায় নাগরিকদের জন্য বীমার বিষয়ে চিন্তা ভাবনা করছে ।

জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান  ড. সেলিনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, ৭১ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাম্মেল  হক প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।

এর আগে মন্ত্রী জীবন বীমা কর্পোরেশনের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসকে/রাতদিননিঊজ