পার্বতীপুরে জাতীয় বীমা দিবস উদযাপন, ছিলো নানা আয়োজন

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় বীমা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপি ছিলো নানা আয়োজন।

আজ মঙ্গলবার, ১ মার্চ সকাল ১১ টায় পার্বতীপুর উপজেলা পরিষদ হল রুমে এ আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য ছিলো ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’। আয়োজিত অনুষ্ঠান মালার মধ্যে ছিল রেলী ও আলোচনা সভা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন।

অন্যান্যদের মধ্যে বেলাইচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ নুর মোহাম্মদ রাজা, উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুজ্জামান খান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক প্রধান ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিঃ এর পার্বতীপুর শাখার জেনারেল ম্যানেজার ফিরোজ সর্দার সাজু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবীব।