সম্পাদকের কথা…

0

আরেকটি গল্পের নাম রাতদিন ডট নিউজ…

রাত এবং দিন আমরা আপনাদের সাথে থাকতে চাই। শুধু খবরের পেছনে বা খবরের ভিতরে আরও খবর অনুসন্ধান করে আপনাদের ব্যস্ত রাখতে চাই না।

আপনার, আমার, আমাদের আনন্দ-বেদনাগুলো ভাগাভাগি করে সফলতার সিঁড়িটা ধরতে চাই।
শীর্ষে নাহোক একটা সম্মানজনক স্থানে পৌঁছতে চাই আমরা।

বিজয়ের মাসে আমাদের এ পথচলায় আপনাদের সহযাত্রী হিসেবে পাশে পেতে চাই।
খবরের পাশাপাশি সৃষ্টিশীল অন্যান্য অনুসঙ্গগুলোকে রাতদিননিউজে প্রকাশ করে আমরা নিজেরাও সমৃদ্ধ হতে চাই। রাতদিন নিউজের প্রতিদিনের প্রকাশনাগুলো আপনার জীবন-জয়ীতার গল্পে প্রতিষ্ঠা করতে পারলে আমাদের শ্রম ও কষ্টগুলো সফল হবে।

তাই আমাদের নুতন গল্প রাতদিননিউজে আপনারাও সম্পৃক্ত হোন খোলামনে। আমাদের আকাশটা উন্মুক্ত রয়েছে।


সকলের মঙ্গল কামনা করছি।

একেএম মঈনুল হক
সম্পাদক

মতামত দিন