চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন কুড়ি বছর বয়সী অজিত। রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন রেললাইনেই।
খবর পেয়ে আপদকালীন পরিস্থিতিতে যাত্রী উদ্ধারে নিয়োজিত বিশেষ যান ‘ফার্স্ট রেসপন্স ভেহিকল’ নিয়ে ঘটনাস্থলের দিকে রওয়ানাও দিয়েছিলেন পুলিশ কনস্টেবল পুনমচন্দ বিল্লোরে।
কিন্তু এলাকাটি পাহাড়ি হওয়ায় সেই যানটি দ্রুত চলছিল না। তাই পুনমচন্দ এবং চালক রাহুল সালকাল্লে নেমে হেঁটেই ছুটে যান ঘটনাস্থলে। এরপর আহত অজিতকে কাঁধে নিয়ে দেড় কিলোমিটারেরও বেশি পথ হেঁটে কনস্টেবল পুনমচন্দ পৌঁছান হোশঙ্গাবাদ জেলা হাসপাতালে।
ভারতের মধ্যপ্রদেশে গত শনিবার, ২৪ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে বলে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়। আহত ব্যক্তিকে কাঁধে নিয়ে হাসপাতালে ছুটছেন কনস্টেবল এই দৃশ্যের ভিডিও এক প্রত্যক্ষদর্শী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়।
পুলিশ সদস্য পুনমচন্দ বলেন, ‘রক্তাক্ত অবস্থায় অজিত রেললাইনে পড়েছিলেন। তাঁকে কাঁধে করে হাসপাতালে নিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না।’
এইচএ/রাতদিন