‘ইউএনওর বাসায় চুরির ঘটনা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি’

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার পেছনের রহস্য ও এর সঙ্গে জড়িত গডফাদারদের খুঁজে বের করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। তার বাসায় চুরির ঘটনা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি।

আজ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস, জননিরাপত্তা সচিব মোস্তাফা কামাল উদ্দিন, আইজিপি ড. বেনজির আহমেদসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।

কক্সবাজারে মেজর (অব.) সিনহা হত্যা ও ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার বিষয়ে বৈঠকে কী আলোচনা হয়েছে- জানতে চাইলে মোজাম্মেল হক বলেন, ‘মেজর (অব.) সিনহা হত্যার তদন্ত যৌথভাবে হচ্ছে। তদন্ত প্রতিবেদন অনুসারে যাতে কঠোরভাবে আইনের প্রয়োগ হয় এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। আর ইউএনওর বাসায় চুরির ঘটনা- এটা মানুষের কাছে বিশ্বসযোগ্য হয়নি। কী কারণে তার ওপর হামলা হয়েছে? এর নিন্দা জানানো হয়েছে। এর পেছনে আর কী রহস্য আছে, বা কারা গডফাদার সেটি দেখতে অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে রাত্রিকালে ইউএনওদের বাসভবনে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে এটি সংশোধন করে পুরো উপজেলা কমপ্লেক্সেই নিরাপত্তা দেওয়া হচ্ছে। কারণ সেখানে আরও অফিসার থাকেন। অনেক অফিসারই পরিবার নিয়ে বাস করেন, তাদেরও নিরাপত্তার প্রশ্ন রয়েছে। সবগুলো পরিবার যাতে নিরাপত্তার নিশ্চয়তা বোধ করেন, সেজন্য পুরো কমপ্লেক্সকে পাহারার আওতায় আনা হবে।’

ওয়াহিদার ওপর হামলায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করলেও স্থানীয় একজন সংসদ সদস্য প্রভাব খাটিয়ে তাকে ছাড়িয়ে নিয়েছেন- এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। যাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে, তার সম্পৃক্ততা গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে। সে যদি জড়িত থাকে, তাকে প্রভাব খাটিয়ে ছাড় করিয়ে নেওয়া হয় এবং এতে এমপির সম্পৃক্ততা থাকে, তবে তিনিও আইনের ঊর্ধ্বে থাকবেন না।’

এবি/রাতদিন