ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম। বাজার থেকে ফিরে বাড়ি ঢোকার মুর্হুতেই তাকে গুলি করা হয় বলে জানা গেছে গণমাধ্যমের খবরে।

জানা গেছে, বুধবার, ৬ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে রূপপুরের বিবিসি বাজার থেকে ফিরে বাড়ি ঢোকার সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। ফলে  শরীরে একাধিক গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে এলাকাবাসী ও পরিবারের  লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।

মোস্তাফিজুর রহমান সেলিমের ছোট ভাই রুবেল জানান, রাত ৯টার দিকে রূপপুর বিবিসি বাজার থেকে হেঁটে তিনি বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির সামনে এসে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেল থেকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার ওসি  বাহাউদ্দিন ফারুকি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার হয়েছে।’

এমএইচ/০৬.০২.১৯

সাথে থাকুন...