কাশ্মীরে ভারত-পাকিস্তানের গোলাবর্ষণে নিহত ৪

কাশ্মীরে ভারত আর পাকিস্তানি বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের তিনজন নারী ও এক শিশু মারা গেছে। আর ১১ জন আহত হয়েছেন বলে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে।

অপরদিকে, পাকিস্তানি বাহিনীর গুলিতে পাঁচজন ভারতীয় সৈনিক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কোটলি, ভিম্বার ও পুঞ্চ জেলায় এ হামলা চালানো হয়েছে।

এর আগে গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ভারতীয় বিমান বাহিনী ১২টি ফাইটার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদের আস্তানায় বোমাবর্ষণ করে।

ওই অভিযানে জইশ-ই-মোহাম্মদের বেশ কিছু ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি নয়াদিল্লির।

তবে পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, ওই হামলায় কেউ হতাহত হয়নি।

ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) পাকিস্তানে একের পর এক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ।

এমআরডি/রাতদিন