কুড়িগ্রামে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ধরলা ব্রীজ থেকে চান্দের খামার ডিসির মোড় পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। এতে ঘোগাদহ ইউনিয়নের কাচিচরসহ আশপাশের চরের লোকজন অংশ নেয়।

আহ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি সকালে ধরলা ব্রীজের পূর্ব প্রান্তে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কে কয়েক হাজার মানুষ দাবি আদায়ে ব্যানার, ফেষ্টুন নিয়ে দুই ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন।

পরে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পৌর এলাকার ধরলা ব্রীজ থেকে ঘোগাদহ ইউনিয়নের চান্দের খামার পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় প্রায় ২০ হাজার মানুষ বসবাস করে। এলাকার একমাত্র সড়কটি সংস্কার না করায় শহর থেকে এই এলাকাটি প্রায় বিচ্ছিন্ন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঘোগাদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মালক, স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন, ববিতা, সাইদ হাসান প্রমুখ।

এইচএ/রাতদিন

মতামত দিন