করোনা উপসর্গ নিয়ে গঙ্গাচড়ায় এক ব্যক্তি মারা গেছেন। আশরাফ নামে ওই ব্যক্তি ১০ দিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
বুধবার, ২০ মে সকালে মারা যান তিনি। তার বাড়ি উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ওমর গ্রামে ।
স্থানীয় এক পল্লী চিকিৎসক তার চিকিৎসা করতেন বলে জানিয়েছেন মহিলা ইউপি সদস্য ঝর্ণা বেগম।
পল্লী চিকিৎসক জানান, ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ ছিল। বাড়িতে আরও ২ জন অসুস্থ হয়ে পড়েছে।
এ দিকে পল্লী চিকিৎসক ফুলু মিয়া বলেন, ওই ব্যক্তির শরীরে জ্বর এবং শুকনা কাশি ছিল। চিকিৎসা করার পর জ্বর কিছুটা কমেছিল কিন্তু কাশি কমেনি। এ জন্য তাকে একটি কাশির সিরাপ দিয়েছিলাম। আমি তাদেরকে পরীক্ষা করার জন্য বলেছিলাম কিন্তু তারা ভয়ে যাননি।
গজঘণ্টা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গের কথা তিনি শুনেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসিফ ফেরদৌস বলেন, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। সংশ্লিস্ট বাড়িটি লকডাউন করা হয়েছে।
জেএম/রাতদিন