চলে গেলেন লালমনিরহাটের প্রবীণ রাজনীতিক সাঈদ দুলাল

জাতীয় চার নেতার একজন শহীদ কামরুজ্জামানের জামাতা ও লালমনিরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুলাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন।

রোববার ২১ এপ্রিল ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে।

তাঁর মৃত্যুতে লালমনিরহাটে আ.লীগ নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ভক্ত-সমর্থকরাও শোকাহত হয়ে পড়েছেন।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুলাল ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩(সদর) আসন থেকে আ.লীগ মনোনীত প্রার্থী হিসাবে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তিনি পরিবারের সাথে ঢাকায় বসবাস করতেন।

শোক : প্রবীণ রাজনীতিক আবু সালেহ মোহাম্মদ সাঈদ দুলালের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের সাংসদ ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

শোক জানিয়েছেন, লালমনিরহাট-১ আসনের সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এবং লালমনিরহাট জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

এদিকে সাবেক ওই সাংসদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাতদিননিউজের সম্পাদক একেএম মঈনুল হক।

এবি/রাতদিন