অনুপ্রবেশের অভিযোগে ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার পুলিশ ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। আজ রোববার, ৮ মার্চ তাদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ না করে দেশটির উত্তরবঙ্গ সংবাদের খবরে বলা হয়, ওই বাংলাদেশি নাগরিকদের ১৪১ কামাত চ্যাংরাবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি গাড়িতে করে যাচ্ছিল। মেখলিগঞ্জের কুচলিবাড়ি সীমান্ত এলাকা দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল।
গ্রেপ্তার বাংলাদেশিরা গরু পাচারের সাথে জড়িত বলে দাবি করা হয়েছে। তাদের মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফজতের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এবিষয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ কোনও মন্তব্য করতে রাজী হয়নি।
এবি/রাতদিন