ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে পতাকা উত্তোলন ছাড়া সকল কর্মসূচি স্থগিত

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে শুক্রবার, ৪ জানুয়ারি পতাকা উত্তোলন ছাড়া পূর্ব নির্ধারিত সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।  বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রিয় ছাত্রলীগ।

বৃহস্পতিবার, ৩ জানুয়ারি রাত ১২টার দিকে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শ্রদ্ধেয় জননেতা সৈয়দ আশরাফুল ইসলাম এমপির মৃত্যুতে জাতি আজ গভীর শোকে আচ্ছন্ন। মরহুমের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এর ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী পূর্ব নির্ধারিত সকল কর্মসূচি স্থগিত করা হলো’।

সৈয়দ আশরাফের আত্মার মাগফিরাত কামনা করে শুক্রবার সকল সাংগঠনিক ইউনিটকে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

এইচএ/০৪.০১.১৯

মতামত দিন