ঢাকা -দার্জিলিং ট্রেন এক বছরের মধ্যে :রেলপথমন্ত্রী

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘আগামী এক বছরের মধ্যে নীলফামারীর চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ দিয়ে দার্জিলিং-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস চালু হবে।’

শনিবার, ২৬ জানুয়ারি সকালে নীলফামারী রেলস্টেশন পরিদর্শনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে রেলপথমন্ত্রী এসব কথা বলেন।

এসময় নুরুল ইসলাম সুজন নীলফামারী রেলস্টেশনটিকে আধুনিক মানে উন্নয়নের আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকার বিগত সময় ক্ষমতায় থেকে রেলকে ধ্বংস করেছে। ১৯৯১ সালে ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে তারা বিদায় করে দিয়েছে।

মন্ত্রী সুজন বলেন, ‘লোকবল নিয়োগ দিয়ে রেলকে সচল এবং সাধারণ মানুষের বাহনে পরিণত করা হবে। দেশের বৃহত্তর সৈয়দপুর রেল কারাখায় লোকবল নিয়োগ দিয়ে সেটির পুরোনো ঐতিহ্যকে ফিরিয়ে আনা হবে।’

তিনি বলেন, ‘আমরা সাধারণ টিকিট অনলাইনে দেওয়ার চিন্তা করছি না। কারণ সাধারণ মানুষের মধ্যে অনেকেই এখনো অনলাইনের ব্যবহার জানেন না। আর টিকিট কেনার জন্য জাতীয় পরিচয় পত্রের ব্যবহার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘

এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় প্রকৌশলী (সেতু) মো. মনিরুজ্জামান ও আরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসকে/২৬.০১.২০১৯