তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্কে ৪ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। আজ রবিবার, ২৪ ফেব্রুয়ারি ভোর ৫ টা ৩৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছান।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাসির উদ্দিন, উপসচিব আক্কাছ আলী, উপসচিব আসিফ আহসান, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এর আগে পরিবারের পক্ষ থেকে মন্ত্রীকে স্বাগত জানান তাঁর একমাত্র পুত্র রাকিবুজ্জামান আহমেদ।

গত মঙ্গলবার সকাল ৬ টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সেখানে তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোয়ান এর সাথে একই মঞ্চে “Active and healthy ageing” এর উপর বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে মনোমুগ্ধকর বক্তব্য প্রদান করেন মন্ত্রী।

এরপর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তুরস্কের বাঙালি কমিউনিটি আয়োজিত ‘বাঙালি ও মাতৃভাষা’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

এছাড়াও ওই সফরে তুরস্কের রাজধানী আঙ্কারায় বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল রাজনীতির প্রাণপুরুষ ও বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এম.পি।

এমআরডি/রাতদিন