থাকছেন না মেসি, পরিবর্তে ১৬ বছরের ফাতি

দুদিন আগে অনুশীলনে ফিরেছিলেন মেসি। রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের মৌসুমে প্রথম মাঠে নামার কথা ছিল তার। সেটি আর হচ্ছে না। মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চান না বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। এই ম্যাচেও মেসিকে স্কোয়াডে রাখা হয়নি।

এর আগে পায়ের পেশিতে চোট পান মেসি। অনুশীলনে ফিরলেও তাকে হুট করে মাঠে নামিয়ে বাড়তি ঝুঁকি নিতে চান না কোচ ভালভার্দে।

মেসির পরিবর্তে এ ম্যাচে খেলার জন্য ১৬ বছর বয়সী কিশোর স্ট্রাইকার, লা মাসিয়ার ‘গ্র্যাজুয়েট’ আনসু ফাতি কে দলে রেখেছেন ভালভার্দে।

বেতিসের বিপক্ষে ফাতি যদি মাঠে নামেন, তাহলে তিনিই হবেন বার্সেলোনার জার্সি গায়ে অভিষিক্ত হওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় (১৬ বছর ২৯৮ দিন)। এ তালিকায় মেসি আছেন পাঁচে, ১৭ বছর ১১৪ দিনে অভিষিক্ত হয়েছিলেন তিনি।

শান্ত/রাতদিন