পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই টিউমার অপারেশন করতে গিয়ে রোগীকে মেরে ফেলার অভিযোগ উঠেছে নার্সের বিরুদ্ধে। দিনাজপুরের বিরামপুরে আনাসা হাসপাতাল এন্ড ডায়োগষ্টিক সেন্টারের নার্স ফারজানা ইয়াসমিন জলির বিরুদ্ধে এরকম অভিযোগ পাওয়া গেছে।
নিহতের স্বজনরা জানায়, রেশমা আক্তার বিজলী দীর্ঘদিন ধরে জরায়ুতে টিউমার জনিত রোগে ভুগছিলেন। বৃহষ্পতিবার, ২৬ সেপ্টেম্বর টিউমার অপারেশনের জন্য বিরামপুরের আনাসা হাসপাতাল এন্ড ডায়োগষ্টিক সেন্টারে আসেন তিনি।
সেখানে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অপারেশন শুরু করে নার্স ফারজানা ইয়াসমিন জলি। ডাক্তার না হয়েও অপারেশন করায় অপারেশন থিয়েটারেই রেশমা আক্তার বিজলীর মৃত্যু হয়।
এঘটনায় হাসপাতালের মালিক ডাক্তার মশিউর রহমানসহ তিন জনকে আসামি করে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে ওই ক্লিনিকের নার্স অপারেশনকারী ফারজানা ইয়াসমিন জলিকে আটক করেছে পুলিশ।
এঘটনায় হাসপাতালটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। মামলার অন্য দুই আসামি পলাতক রয়েছে।
জেএম/রাতদিন