পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
জানা গেছে, বিএনপির কেন্দ্রিয় কমিটি আবু দাউদ প্রধানকে নির্বাচনে অংশ না নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। তবে তা উপেক্ষা করে তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থী আবু দাউদ প্রধান বলেন, ‘আমি শুনেছি আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। সাধারণ মানুষ আমাকে ভালোবাসে। তাই নির্বাচনে অংশ নিয়েছি।’
এবি/রাতদিন