বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে, কমবে তাপমাত্রা

আবাহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।

ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দুই-এক জায়গাতেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ শনিবার, ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তি ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে পরবর্তী ৭২ ঘন্টা রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বলা হয়, রাতে সামান্য এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস কমতে পারে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণেই আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এইচএ/রাতদিন