মন্ত্রিসভা আন্তরিকতার সাথে কাজ করলে দেশ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

জনগণ বিপুলভোটে আওয়ামী লীগকে পুনঃনির্বাচিত করায় তাদের আশা-আকাঙ্খা পূরনের জন্য নতুন মন্ত্রিসভাকে আন্তরিকতা ও সততার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে আপনাদেরকে আন্তরিকতা ও সততার সাথে কাজ করতে হবে’।

সোমবার, ২১ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রীসভার প্রথম বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বাসস পরিবেশিত খবর সূত্রে জানা গেছে এসব তথ্য।

বৈঠকের শুরুতে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

শেখ হাসিনা বলেন, ‘আমরা এখানে কর্তব্য সম্পন্ন করতে এসেছি এবং সততার ক্ষমতা সীমাহীন- আমরা তা আবার প্রমাণ করতে সক্ষম হয়েছি’।

তিনি বলেন, ‘যদি মন্ত্রিসভা আন্তরিকতা ও সততার সাথে কাজ করে, তাহলে দেশ এগিয়ে যাবে’।

নবগঠিত সরকারের কাছে জনগনের ব্যাপক প্রত্যাশা রয়েছে  উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগনের আশা-আকাঙ্খা পূরণই আমাদের একমাত্র কাজ’।


তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দুখী মানুষের মুখে হাসি ফোটানো। সেটাই আমাদের উদ্দেশ্য, আমরা ওই উদ্দেশ্য নিয়েই কাজ করছি’।

এইচএ/২১.০১.১৯